মায়ের জন্য হ্যান্ডসাম পাত্র খুঁজছেন মেয়ে!

সন্তান উপযুক্ত বয়সে পৌঁছালে তাঁর বিয়ে দেওয়ার দায়িত্ব মা-বাবার ওপরই পড়ে। মা-বাবাই সাধারণত পাত্র-পাত্রী দেখার দায়িত্ব পালন করেন। তারপর ঘটা করে বিয়ে হয়।
তবে সমাজের কোনো নিয়মই মনে হয় অপরিবর্তনীয় নয়। কালের ব্যবধানে প্রতিষ্ঠিত নিয়মও পাল্টে যায়। তারই একটি জ্বলন্ত উদাহরণ স্থাপন করলেন ভারতের এক তরুণী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, আইন বিভাগের ওই ছাত্রীর নাম আস্থা ভার্মা। তিনি তাঁর মায়ের বিয়ের জন্য পাত্র খুঁজছেন। আর পাত্রের খোঁজে টুইটারে একটি বিজ্ঞাপনও পোস্ট দিয়েছেন তিনি, যা এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
টুইটারে গ্রুমহান্টিং হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, মায়ের জন্য ৫০ বছরের একজন হ্যান্ডসাম পুরুষ খুঁজছি। তাঁকে অবশ্যই নিরামিষভোজী হতে হবে। মদ্যপান চলবে না এবং প্রতিষ্ঠিত হতে হবে।
মায়ের বিয়ের জন্য কন্যার পাত্র খোঁজার বিজ্ঞাপন দারুণভাবে প্রশংসিত হয়েছে নেটপাড়ায়। তাঁর ওই পোস্টের কারণে প্রশংসার পাশাপাশি ইন্টারনেটে ভাইরাল হয়েছেন ওই মা-মেয়ে।
মেয়ের পাত্র খোঁজার কাজে মা যে তাঁর সঙ্গে আছেন, তা আস্থার পোস্ট করা ছবিতেই স্পষ্ট। তাঁকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে ওই ছবিতে।