মুসলিমরা ভারতের কোনো উপকারেই আসেনি : যোগী আদিত্যনাথ
মুসলিমরা ভারতে থেকে দেশের কোনো উপকারেই আসেনি বলে মন্তব্য করেছেন দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন ভারতের বিতর্কিত এই ডানপন্থী নেতা।
বিবিসির সাংবাদিক নিতিন শ্রীবাস্তবকে দেওয়া সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ আরো বলেন, ‘এখন যাঁরা ভারতে থাকতে চাচ্ছেন, তাঁদের দেশভাগের আগেই ভাবা উচিত ছিল।’
ওই সময় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধীদের তীব্র সমালোচনাও করেন যোগী আদিত্যনাথ। রাজধানী নয়াদিল্লির শাহিনবাগে অবস্থান কর্মসূচি পালনরত মুসলিম নারীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আবাসিক বাসিন্দাদের জন্য উপদ্রব হয়ে উঠেছে এই আন্দোলনকারীরা।’
এদিকে, প্রবল বিক্ষোভের কারণে এনআরসি কার্যকর করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে বিজেপি সরকার। গত মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে লিখিতভাবে জানান, সরকার পুরো ভারতে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকরের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি।
ভারতে প্রায় ২০ কোটি মুসলিম রয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে অধিকাংশ মুসলিমের অবস্থান। রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতাদেরও একজন।
এরই মধ্যে সিএএর বিরুদ্ধে আন্দোলনের জেরে মুসলিম আন্দোলনকারীদের ওপর বিজেপি শক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ ওঠে। তবে যোগী আদিত্যনাথ বরাবরই এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।