মুহূর্তেই ধসে পড়ল ভবনটি (ভিডিওসহ)
ভারতের বেঙ্গালুরুর উইলসন গার্ডেনে আজ সোমবার দুপুরে ৫৯ বছর পুরনো একটি ভবন ধসে পড়েছে।
ভবনটির অধিবাসীরা জরুরি পরিষেবাগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল। ১৯৬২ সালে নির্মিত কাঠামোটি ভেঙে পড়ার আগে তারা বাইরে বেড়িয়ে যাওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সৌভাগ্যবশত, বেশিরভাগ অধিবাসী ভবনটি ধসে পড়ার সময় সেখানে ছিলেন না। খবর এনডিটিভির।
ভবনটি ধসে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই তলা ওই ভবনটি অল্প সময়ের মধ্যে পাশের রাস্তায় ধসে পড়ে।
২০ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, পুরো কাঠামোটি হঠাৎ এবং সম্পূর্ণরূপে ভেঙে পড়ার আগে ভবনের প্লাস্টারের কিছু অংশ মাটিতে পড়ে যায়। কাঠামোটি ভেঙে পড়ার পর রাস্তার পাশের দেয়ালগুলো ভবনের নিচে চাপা পড়ে এবং চারপাশ ধুলায় ঢকে যায়।