মৃত্যুই সবার নিয়তি : ব্রাজিলের প্রেসিডেন্ট
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
আবারও সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে গেল দেশটি। এরই মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এতে করে ব্রাজিলের সামনে এখন শুধু যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতির মধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, ‘মৃত্যুই সবার নিয়তি।’
বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট এমনটি বলেন। অন্যদিকে, দেশব্যাপী সমালোচনার জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন তিনি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৬৬ লাখ ৯৭ হাজার ৭৬৩ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৬০ হাজার ২১৩ জন চিকিৎসাধীন এবং ৫৫ হাজার ৪৬০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩২ লাখ ৪৪ হাজার ৪২৩ জন সুস্থ হয়ে উঠেছে। এবং মারা গেছে তিন লাখ ৯৩ হাজার ১২৭ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।