মেক্সিকোতে দুই প্রমোদতরীর সংঘর্ষ, দেখুন ভিডিওতে

শনিবার সকালে মেক্সিকোর ক্যারিবিয়ান অবকাশ কেন্দ্র কজুমেলের উপকূলে দুটি কার্নিভাল কোর প্রমোদতরীর মধ্যে সংঘর্ষ হয়। ছবি : সংগৃহীত
মেক্সিকোর ক্যারিবিয়ান অবকাশ কেন্দ্র কজুমেলের উপকূলে দুটি কার্নিভাল কোর প্রমোদতরীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৯৫২ ফুট দীর্ঘ প্রায় তিন হাজার যাত্রীবাহী একটি জাহাজের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষের সময় সৃষ্ট জোরালো শব্দে জাহাজ দুটির যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
বিশ্বের বৃহত্তম প্রমোদতরী পরিচালনা কোম্পানির গ্লোরি নামে ক্ষতিগ্রস্ত জাহাজটির এক কর্মচারী আহত হয়েছেন।
সাগর উত্তাল থাকার সময় এ ঘটনা ঘটে। জাহাজের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।