যুক্তরাষ্ট্রে গোবরের কেক, নিজেদের গরুর কি না সন্দেহে ভারতীয়রা

বিদেশে অনেক ধরনের পণ্যই রপ্তানি করে ভারত। মাছ, মাংস থেকে শুরু করে নানা ধরনের ভারতীয় শাক-সবজিো পাওয়া যায় বিদেশের মাটিতে। তবে একটা বিষয় নিয়ে ভারতীয়দের খুব আক্ষেপ ছিল। বিদেশের মাটিতে সহজেই গরুর গোবর পেত না তারা।
এবার ভারতীয়দের এই আক্ষেপ ঘুচল যুক্তরাষ্ট্রে। দেশটির নিউ জার্সির এডিসনের একটি গ্রোসারি স্টোরে পাওয়া যাচ্ছে গরুর গোবরের কেক। এই কেক সম্পর্কে দোকানের বাইরে একটি পোস্টারও টাঙিয়েছে কর্তৃপক্ষ।
এর মধ্যে গরুর গোবরের কেক কিনতে অনেক ভারতীয় ভিড় করছে সেখানে। গোবরের জন্য ভারতীয়দের এমন কাণ্ড দেখে হাসির রোল পড়েছে নেট-পাড়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানায়, নিউ জার্সির এডিসনের একটি গ্রোসারি স্টোরে সাজানো রয়েছে গরুর গোবরের কেক। কেকের ওই প্যাকেটে লেখা রয়েছে- এটি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য ব্যবহার করা যাবে। খাওয়ার অনুপযুক্ত। গরুর গোবর দিয়ে তৈরি কেকের প্রতিটি প্যাকেট বিক্রি হচ্ছে বাংলাদেশি মুদ্রায় ২৫৩ টাকা।
এদিকে বিষয়টি নিয়ে এক ভারতীয় সাংবাদিকের পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রশ্ন করেন- এই গোবর কেক তৈরি করতে ভারতীয় গরুর গোবর নেওয়া হয়েছে নাকি যুক্তরাষ্ট্রের গরুর গোবর দিয়ে এটি তৈরি করা হয়েছে। অর্থাৎ গোবরের তৈরি এসব কেক আসল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।