রাশিয়া ইউক্রেনের ‘প্রায় ২০ শতাংশ’ নিয়ন্ত্রণ করছে : জেলেনস্কি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/02/jelenoski.jpg)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বৃহস্পতিবার বলেছেন, রুশ সৈন্যরা ২০১৪ সাল থেকে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্বাঞ্চলীয় ভূখণ্ডসহ তার দেশের প্রায় একপঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে।
জেলেনস্কি লুক্সেমবার্গে আইন প্রণেতাদের উদ্দেশে বক্তৃতার সময় বলেন, ‘আজ, আমাদের ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/06/02/jelenoski-in.jpg 687w)
এএফপির বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, রুশ বাহিনী পূর্বাঞ্চলে দনবাস অঞ্চলে তাদের দখল দৃঢ় করছে এবং সেখানে ইউক্রেনের প্রশাসনিক কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে।