রাস্তা ভালো হলে দুর্ঘটনা বেশি ঘটে : সংসদ সদস্য

জনগণকে খুশি করতে জনপ্রতিনিধিরা অনেক ধরনের বক্তব্যই দিয়ে থাকেন। বক্তব্য দেওয়ার সময় তাঁরা অনেক সময় অবাস্তব কোথাও বলে ফেলেন। এমনই এক অবাস্তব ও হাস্যকর বক্তব্য দিয়েছেন বিজেপি নেতা ও সাংসদ সদস্য পল্লব লোচন দাস।
ভারতের আসাম রাজ্যের তেজপুরের এক সংসদ সদস্য দাবি করেছেন, রাস্তা ভালো হলে দুর্ঘটনা বেশি ঘটে। খারাপ রাস্তা দুর্ঘটনা কমাতে সাহায্য করে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ‘গত বৃহস্পতিবার নিজের সংসদীয় এলাকায় একটি অনুষ্ঠানে পল্লব লোচন দাস বলেন, ভালো রাস্তা নির্মাণের কোনো দরকার নেই। খারাপ রাস্তা দুর্ঘটনা কমায়। আমরা ভালো রাস্তা বানিয়ে দেখেছি। রাস্তা ভালো হলে যুবকরা খুব জোরে বাইক চালায়। এর ফলে দুর্ঘটনা ঘটে। রাস্তার খারাপ অবস্থা যুবকদের ধীরে ধীরে মোটর বাইক চালাতে বাধ্য করে। এর ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেয়েছে।’
আসামের তেজপুরের সেই বিজেপি নেতা ও সাংসদের এমন অবাস্তব ও হাস্যকর মন্তব্যকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে ভারতে খারাপ রাস্তার কারণে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজার জনের।