সাংবাদিকতার চাকরি না ছাড়ায় স্ত্রীর মাথায় গুলি করে হত্যা

ভালোবেসে বিয়ের এক বছরও পার হয়নি। বিয়ের মাত্র সাত মাসের মাথায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। আর স্ত্রীকে জীবন দিতে হয়েছে তাঁর পেশার কারণে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, স্বামীর দাবি ছিল বিনা প্রতিবাদে স্ত্রী যেন সাংবাদিকতার চাকরি ছেড়ে দেন। কিন্তু স্বামীর এমন দাবি মেনে নেননি ক্রাইম রিপোর্টার স্ত্রী। আর এই ‘অবাধ্যতা’র মাশুল দিতে হলো জীবন দিয়ে!
প্রতিবেদনে বলা হয়, বিয়ের পর থেকেই স্বামী তাঁর সাংবাদিক স্ত্রীকে চাকরি ছাড়তে চাপ দিতে থাকেন। এ নিয়ে তাঁদের দাম্পত্য জীবনও তিক্ত হতে থাকে। এর জেরেই খুন হন ২৭ বছর বয়সী পাকিস্তানি সাংবাদিক উরুজ ইকবাল।
পাকিস্তানের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা দোস্ত মোহাম্মদ জানান, উরুজ ইকবাল একটি উর্দু সংবাদপত্রে কাজ করতেন। মধ্য লাহোরের কিলা গুজ্জার সিংয়ের কাছে সংবাদপত্রের অফিসে প্রবেশ করার সময়ই তাঁর স্বামী দিলাওয়র আলি উরুজকে মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দোস্ত মোহাম্মদ আরো জানান, উরুজের ভাই ইয়াসির ইকবালের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে।