সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ৭০ ইউক্রেনীয় সেনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/01/70-killed-thumb.jpg)
ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রুশ বাহিনী গত রোববার হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
ইউক্রেনের ওখতিরকা শহরে একটি সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছেন। গত রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ওখতিরকা ইউক্রেনের খারকিভ ও কিয়েভের মধ্যবর্তী একটি শহর। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জরুরি উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/03/01/70-killed-inside.jpg)
এদিকে, ইউক্রেনের পার্লামেন্টের পক্ষ থেকে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এক টুইটবার্তায় পার্লামেন্টের পক্ষ থেকে বলা হয়, এটি ‘ইউক্রেনের বীরদের চিরন্তন গৌরব’। পার্লামেন্ট বলছে যে, ওই সেনারা গ্র্যাড মিসাইলের আঘাতে নিহত হয়েছেন।