সুদানে বন্দুকধারীদের গুলিতে ২০ জন নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/07/26/1.jpg)
সুদানের সাউথ দারফুর রাজ্যের একটি গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন গ্রামবাসীর প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে ২২ জন।
এলাকাটি দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গোত্র প্রধান এ খবর নিশ্চিত করেছেন।
নিজেকে নিমর বলে পরিচয় দেওয়া স্থানীয় এ গোত্র প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গতকাল শনিবার হামলাকারীরা উম দস এলাকায় গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছে।
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, কয়েক বছর আগে মিলিশিয়ারা হামলা চালিয়ে আমাদের জমিগুলো দখল করে নেয় আর এখন তারা আমাদের বাড়ি ও খামার থেকে আমাদের তাড়িয়ে দিতে চাইছে। কোথায় সরকার? কেন তারা আমাদের রক্ষা করতে আসে না?
সম্প্রতি উত্তর দারফুরেও অজ্ঞাত মিলিশিয়ারা প্রাণঘাতী হামলা চালিয়েছিল। তাদের হামলার মুখে কর্তৃপক্ষ ১৩ জুলাই ওই রাজ্যের সহিংসতা কবলিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়। যা এখনো বলবত আছে।