সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দক্ষিণ সুদানে নিহত ৭০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/08/12/sudan.jpg)
দক্ষিণ সুদানে বেসামরিক নাগরিক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছে। আহত আরো বেশ কয়েকজন। দেশটির উত্তর-মধ্য ওয়ারাপ রাজ্যে এ ঘটনা ঘটে।
জাতিসংঘের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে আলজাজিরা।
নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় মতবিরোধের জের ধরে গত সপ্তাহে রাজ্যটিতে এ সহিংসতা ছড়িয়ে পড়ে বলে জানান জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে সম্প্রতি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে নাগরিকদের প্রতি অস্ত্রত্যাগের আহ্বান করা হয়।
ওয়ারাপের টনজ পূর্ব কাউন্টির কাউন্সিলর জেমস ম্যাবিওর মাকুই জানান, স্থানীয় একটি বাজারে সশস্ত্র জনতা সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানালে এ সহিংসতা ছড়িয়ে পড়ে।
সেই সময় আশপাশের অনেক লোক এ সংঘর্ষে যোগ দেয়। সেই সঙ্গে কয়েকটি গ্রামে এ সংঘর্ষে ছড়িয়ে পড়ে।
২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করলেও গৃহযুদ্ধের কারণে বিপর্যস্ত আফ্রিকার এ দেশটি।