সেভেরোদোনেৎস্কের পর রাশিয়ার মনোযোগ লিসিচানস্কের দিকে
কয়েক সপ্তাহ প্রবল প্রতিরোধ গড়ে তুললেও পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে কিয়েভ। গত শনিবার এ শহরের পুরোপুরি দখল নিয়েছে রাশিয়া। সেভেরোদোনেৎস্কের দখল নিশ্চিত হওয়ার পর মস্কো মনোযোগ দিয়েছে লিসিচানস্কের দিকে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিভেরস্কি দোনেৎস নদীর তীরে অবস্থিত শহরটিতে ধারাবাহিক রুশ কামান হামলায় আজ মঙ্গলবার ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। পূর্বের লুহানস্ক প্রদেশে এটাই ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ বড় শহর।
বিশ্লেষকদের মতে, লিসিচানস্ক এখন ক্রেমলিনের মূল লক্ষ্য। শহরটির নিয়ন্ত্রণ নিতে পারলেই পুরো লুহানস্কের দখল মস্কোর কাছে চলে আসবে।
লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই জানান, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার লিসিচানস্কে আট জন নিহত ও ২১ জন আহত হয়েছে। শহরটির দখল এখনো ইউক্রেনের বাহিনীর হাতে, তবে খুব শিগগির এর পতন হতে পারে।
এদিকে, রুশ বাহিনীর তীব্র আক্রমণের মুখে গতকাল সোমবার বেসামরিক নাগরিকদেরকে লিসিচানস্ক শহর থেকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।
লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, লিসিচানস্ক শহরের পরিস্থিতি খুবই কঠিন।
‘আমরা শুধু একটি শহর রক্ষার জন্য পুরো সেনাবাহিনী হারাতে চাই না,’ যোগ করেন সেরহি গাইদাই ।
তবে, রুশ বাহিনীর লিসিচানস্ক শহরে প্রবেশের বিষয়টি রয়টার্স যাচাই করতে পারেনি।