স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির স্বামী!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এক ব্যক্তি। পরে স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে থানায় হাজির হয়েছেন ওই ব্যক্তি। ঘাতক ওই ব্যক্তির নাম নরেশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ওই ব্যক্তির স্ত্রী তাকে মদ খেতে নিষেধ করতেন। তাকে মদ্যপানে বাধা দিয়েছেন বলেই স্ত্রীকে হত্যা করে মাথা কেটে থানায় হাজির হন তিনি। বর্বর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার সকালে স্ত্রীর কাটা মাথা নিয়ে পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। আগ্রার হারি পর্বত পুলিশ স্টেশনের অধীনে এতমাদুদ্দৌলা এলাকায় রোববার রাতে স্ত্রীকে হত্যা করেন তিনি।
নরেশ, টিভি মেকানিক হিসেবে কাজ করেন, ১৭ বছর আগে শান্তিকে বিয়ে করেন। তাদের তিন মেয়ে ও এক ছেলে আছে। নরেশ প্রায়ই মদ খেতেন। আর এ নিয়েই স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হতো।
রোববার রাতেই ঘরে বসে মদ খাচ্ছিলেন নরেশ। এ সময় স্ত্রী তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দা নিয়ে স্ত্রীর মাথায় কোপ দেয় সে। পরদিন সকালে ওই কাটা মাথা নিয়েই থানায় হাজির হন তিনি।