হিবাতুল্লাহ আখুন্দজাদা শুরু থেকেই কান্দাহারে আছেন : তালেবান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/30/taalibaan.jpg)
এখন পর্যন্ত কোনোদিন প্রকাশ্যে আসেননি তালেবানের শীর্ষনেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। এমনকি তাঁর অবস্থানও এতদিন বলতে গেলে অজানা ছিল। অবশেষে কট্টর ইসলামপন্থি গোষ্ঠী তালেবান গতকাল রোববার জানিয়েছে—তাদের নেতা আফগানিস্তানেই আছেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
হিবাতুল্লাহ আখুন্দজাদার অবস্থানের বিষয়ে তালেবানের অন্যতম মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘তিনি কান্দাহারে আছেন। তিনি শুরু থেকেই সেখানে আছেন।’
‘তিনি (হিবাতুল্লাহ আখুন্দজাদা) শিগগিরই জনসমক্ষে হাজির হবেন’, যোগ করেন উপ-মুখপাত্র বিলাল করিমি।
তথাকথিত ‘বিশ্বস্তদের নেতা’ আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে, আখুন্দজাদার দৈনন্দিন কার্যসূচি সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। তাঁর প্রকাশ্যে আসা মূলত ইসলামী ছুটির সময় বার্ষিক বার্তা জানানোর মধ্যেই সীমাবদ্ধ।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/08/30/taalibaan_inside.jpg 687w)
তালেবান চলতি আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের রাজধানী কাবুলে দখল নিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দেননি আখুন্দজাদা।
অবশ্য নিজেদের শীর্ষ নেতাকে লোকচক্ষুর আড়ালে রাখার দীর্ঘ ইতিহাস তালেবানের রয়েছে।
তালেবানের রহস্যময় প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর তাঁর নিভৃতবাস নীতির জন্য পরিচিত ছিলেন। ১৯৯০-এর দশকে যখন তালেবান ক্ষমতায় ছিল, তখন মোল্লা ওমর কদাচিৎ কাবুল ভ্রমণ করতেন।
বরং মোল্লা ওমর বেশির ভাগ সময় লোকচক্ষুর বাইরে কান্দাহারে তাঁর বাসস্থানে থাকতেন, এমনকি পরিদর্শনে আসা প্রতিনিধিদের সঙ্গে দেখা করতেও তাঁর অনীহা ছিল।
কান্দাহার থেকেই তালেবানের জন্ম। এবং ১৯৯০-এর দশকে তালেবানের কট্টর ইসলামী সরকারের কেন্দ্রস্থল ছিল কান্দাহার।