‘১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতেছিল, চলমান পরোক্ষ যুদ্ধেও জিতবে’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/13/india-rajnath.jpg)
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে ভারত জয়লাভ করেছিল। বর্তমানে পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে চলমান পরোক্ষ যুদ্ধেও ভারতই জিতবে।’ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের ‘স্বর্ণিম বিজয় পর্ব’ বা সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে গতকাল রোববার এ কথা বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
রাজনাথ সিং বলেন, “১৯৭১ সালের যুদ্ধ দেখিয়ে দিয়েছে, ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার সময় ধর্মের ভিত্তিতে ভারতভাগ ‘ঐতিহাসিক ভুল’ ছিল। সন্ত্রাসবাদ উসকে দিয়ে পাকিস্তান ভারতকে ভাঙতে চায়।”
রাজনাথ সিং আরও বলেন, ‘ভারত কখনও অন্য কোনো দেশে আক্রমণ করেনি। অন্য দেশের এক ইঞ্চি জায়গা দখলও করেনি। বাংলাদেশে গণতান্ত্রিক ঐতিহ্য প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে ভারত। গত ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের পথে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে দেশটি।’
ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘গোটা বিশ্বের জন্য বাংলাদেশ একটি অনুপ্রেরণার নাম।’
এ সময় রাজনাথ সিং ‘ওয়াল অব ফেইম-১৯৭১ ইন্দো-পাক ওয়ার’ উদ্বোধন করেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/12/13/india-rajnath-singh-insert.jpg 687w)
সুবর্ণজয়ন্তী উৎসব ব্যাপকভাবে পালনের পরিকল্পনা থাকলেও ভারতের চিফ ডিফেন্স অব স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের অকাল মৃত্যুতে সংক্ষিপ্ত পরিসরে তা পালন করা হচ্ছে বলে জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলোর নামকরণ করা হয়েছে এমন লোকদের নামে যারা ভারতে আগ্রাসন চালিয়েছিল, যেমন—ঘাওরি, গজনবি ও আবদালি। কিন্তু, ভারতের ক্ষেপণাস্ত্রগুলোর নামকরণ হয়েছে ‘আকাশ’, ‘পৃথিবী’ ও ‘অগ্নি’র মতো শব্দের মাধ্যমে।