ওআইসির বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমার ইস্যুতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) বিশেষ বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।
আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সল আহমেদ, দূতাবাসের মিনিস্টার ওয়াহিদা আহমেদসহ অন্য কর্মকর্তারা।
এ ছাড়া বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মুকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামারুজ্জামান কামাল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রবাসে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।