সফরে হিন্দুদের সঙ্গে 'দূরত্ব' বজায় রাখবেন মোদি
বাংলাদেশ সফরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আলাদাভাবে বসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির আশঙ্কায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ঢাকা সফরের সময় হিন্দুদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠক হওয়ার কথা ছিল মোদির। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট অনেকেই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
রাজনৈতিক একটি সূত্র টেলিগ্রাফ ইন্ডিয়াকে জানিয়েছে, ‘বাংলাদেশ খুবই সংবেদনশীল। আমরা এমন কোনো কাজ করতে চাই না যা সামাজিক উত্তেজনা তৈরি করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করে। প্রধানমন্ত্রীর সফরের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে এবং এতে বাংলাভাষী হিন্দুদের সঙ্গে বৈঠকের কোনো সুযোগ নেই।’
মোদির প্রতিটি সফরে নিজ জনগোষ্ঠীর লোকজনের সঙ্গে দেখা করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। তবে ‘রাজনৈতিক’ বিবেচনায় তিনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান বা নেপালে থাকা ভারতীয় বংশোদ্ভূত কিংবা হিন্দুদের সঙ্গে ‘দূরত্ব’ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে একটি সূত্র জানিয়েছে, ‘ভারত ও নেপাল সামাজিক ও সাংস্কৃতিকভাবে একই। তবে রাজনৈতিক সংস্কৃতি দ্রুতই পরিবর্তনশীল বলে বিপুল জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাতের চেয়ে অভ্যন্তরীণ ঐক্যের ওপরই বেশি জোর দিচ্ছেন।’
এদিকে, কলকাতার দৈনিক আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ সফরে মৌলবাদবিরোধী কঠোর অবস্থান নেবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময়ও বিষয়টিকে গুরুত্ব দেবেন তিনি।
বাংলাদেশ সফরের প্রাক্কালে ভারতের সংখ্যালঘু নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন মোদি। সেখানে সাম্প্রদায়িক বিষয়গুলো মেনে নেবেন না বলে জানিয়েছেন তিনি।