পলাতক ১১ জঙ্গির খোঁজে নতুন করে পোস্টার
পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত পলাতক ১১ জঙ্গির খোঁজে নতুন করে পোস্টার দিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এসব পোস্টারে জঙ্গিদের সম্পর্কে তথ্য দিতে এনআইএ কার্যালয়ে ফোন করতে বলা হয়েছে। একই সঙ্গে জঙ্গিদের ধরিয়ে দিতে পারলে নগদ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
পোস্টারে ১১ জনের মধ্যে চার জনকে ধরিয়ে দিলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এই চারজন হলেন ইউসুফ শেখ, আবুল কালাম আজাদ, তালহা শেখ ও কওসর। এদের মধ্যে একমাত্র ইউসুফ শেখের বাড়ি বর্ধমানের মঙ্গলকোর্ট এবং বাকি তিনজনের বাড়ি বাংলাদেশে। এ ছাড়া হাতকাটা নাসিরুল্লাহ, সালাউদ্দিন সামির, তারিকুল ইসলাম এবং কাদের কাজির খোঁজ দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে পাঁচ লাখ টাকা। অপর জঙ্গি বোরহান শেখ, জায়রুল শেখের সন্ধান দিলে তিন লাখ টাকা পুরস্কার পাওয়া যাবে। আর মোস্তাফিজুর রহমান নামের জঙ্গির খোঁজ দিলে মিলবে এক লাখ টাকা। পলাতক জঙ্গিরা প্রত্যেকেই বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) সদস্য বলে এনআইএয়ের পোস্টারে উল্লেখ করা হয়েছে। বুধবার রাতে এই পোস্টার পড়েছে পশ্চিমবঙ্গের বর্ধমানের কার্জন গেট, কোর্ট চত্বর, তিনকোনিয়া বাসস্ট্যান্ড ও স্টেশনসংলগ্ন এলাকায়।
গত বছরের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে দুজন নিহত এবং একজন আহত হন। এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর কাছ থেকে বাড়িটিতে বোমা তৈরি, বিস্ফোরণের সময় কী হয়েছিল এবং বাড়িটিতে তাঁদের জিহাদি প্রশিক্ষণের বিষয়ে জানা যায়। বর্তমানে ওই ঘটনার তদন্ত করছে এনআরএ।