এখনো প্রেসিডেন্ট পদে ওবামাকেই চায় অধিকাংশ নাগরিক!
বারাক ওবামা হোয়াইট হাউস ছেড়েছেন ১৩ দিনের মতো হলো। কিন্তু তাতে কি? এখনো যুক্তরাষ্ট্রের ৫২ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ফিরে পেতে চান ওবামাকে। আর মাত্র ৪৩ শতাংশ মার্কিনি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট!
সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘পাবলিক পলিসি পোলিং’ শীর্ষক এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
ওই জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ মানুষ নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশন চান।
‘ইমপিচ ট্রাম্প নাউ’ শীর্ষক এক প্রচারাভিযানে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি নাগরিক সই করেছেন।
গত বছর অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেন ট্রাম্প। তবে ইলেকটোরাল কলেজ ভোটে জিতলেও পপুলার ভোটে হেরেছিলেন ট্রাম্প।
জরিপে দেখা যায়, ট্রাম্পের নেওয়া নির্বাহী সিদ্ধান্তগুলোর প্রতিও দেশটির নাগরিকদের সমর্থন কম। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের নিষেধাজ্ঞার ব্যাপারে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের প্রতি মাত্র ২৬ শতাংশ নাগরিকের সমর্থন আছে। সম্প্রতি সাতটি মুসলিমপ্রধান রাষ্ট্রের মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে মত দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ওই দেয়াল নির্মাণের পেছনে অর্থ ব্যয় করতে চান না ৫৪ শতাংশ নাগরিক।
প্রতিবেদনে বলা হয়, ৭২৫ জন ভোটার ওই জরিপে অংশ নেন। এর মধ্যে ৮০ শতাংশই মতামত দিয়েছেন ফোনের মাধ্যমে।
২০০৮ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বারাক ওবামা। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি হোয়াইট হাউসে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন। পর পর দুই মেয়াদে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কারও জিতে নেন বারাক ওবামা।