মোদিকে ক্ষমা চাইতে বললেন ভারতের নারীনেত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/09/photo-1433852936.jpg)
‘নারী হওয়ার সত্ত্বেও’ মন্তব্য শেখ হাসিনার জন্য অপমানজনক, এ জন্য নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া উচিত। ভারতের নারীনেত্রী অ্যানি রাজা এ দাবি জানিয়েছেন।
বাংলাদেশে দুই দিনের সফরকালে গত রোববার এক বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘নারী হওয়া সত্ত্বেও’ শেখ হাসিনা জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
এই বক্তব্যের ‘নারী হওয়া সত্ত্বেও’ কথাটি নিয়ে বেশ সমালোচনা হয়। অনেকে এই বক্তব্যকে লিঙ্গ বৈষম্যমূলক বলে দাবি করেন।
নারীবাদী সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান উইমেন অ্যানি রাজা ভারতের দৈনিক দ্য হিন্দুকে বলেন, ‘নারী হওয়া সত্ত্বেও উক্তির মাধ্যমে তিনি (মোদি) কী বোঝাতে চেয়েছেন। আমরা এই মন্তব্যকে এই দেশের ঐক্য ও সামাজিক অবকাঠামোর বিরুদ্ধে হুমকি হিসেবে দেখছি। নারী কখনো পিছিয়ে যেতে পারে না। মোদির এই উপলব্ধির মাধ্যমে একজন নারী সম্পর্কে এটিই বোঝায়, তারা দুর্বল এবং দেশের প্রধান হিসেবে তারা তাদের সামর্থ্য দেখাতে সক্ষম নয়।’
মোদির ‘নারী হওয়ার সত্ত্বেও’ মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা হয়েছে। টুইটারে সরব রাষ্ট্রপ্রধানদের অন্যতম নরেন্দ্র মোদির এই পুরুষতান্ত্রিক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। প্রতিবাদ জানাতে টুইটারে #DespiteBeingAWoman, এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুতে কিছু মন্তব্য প্রকাশিত হয়েছে।
রুচি জেইন নামে এক নারী টুইট করেছেন, ‘নরেন্দ্র মোদিজি এ ধরনের লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য আপনার কাছ থেকে আশা করিনি স্যার! আমরা আপনাকে অনেক উঁচুতে বসিয়েছি ... ... আপনি আমাদের নিচে নামালেন! হতাশাজনক।’
কয়েকজন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর কথা উল্লেখ করেন যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য ভূমিকা রেখেছেন। অন্যরা নারীদের সাফল্যের কথা তুলে ধরেন।
ধাইরা ইনগে মন্তব্য করেন, ‘টেসি থমাস সংসার ও পেশা দুইয়ের মধ্যে একটি শক্ত দড়ির ওপর দিয়ে হেঁটেছেন তিনি এখন অগ্নি-৩ এর সহোযোগী প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।’