এবার কুয়েতে মসজিদে হামলা, নিহত অন্তত ২৫

কুয়েতের একটি মসজিদে আত্মঘাতী হামলা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০০ জন। আজ শুক্রবার জুমার সময় কুয়েত সিটির একটি শিয়া মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কুয়েত সিটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাত্র কয়েকটি ভবন পরে ইমাম আল-সাদিক মসজিদে আত্মঘাতী হামলা হয়। আটজনকে গুরুতর আহত অবস্থায় ইমিরি হাসপাতালে নেওয়া হয়।
আল-আরাবিয়া ও আল-জাজিরা জানায়, মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, কারণ হাসপাতালে এখনো অনেকে মুমূর্ষু অবস্থায় আছেন।
হামলাস্থলে জরুরি সেবার জন্য লোকজনকে দেখা গেছে। এখনো হামলাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
টেলিভিশনের ভিডিও ফুটেজে হামলার পর মসজিদের মেঝেতে ধ্বংস্তূপ ও কুণ্ডলি পাকানো ধোঁয়ার মধ্যে হতাহতদের দেহ পড়ে থাকতে দেখা যায়।
কুয়েতের আমির শাবাব আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুয়েতের সাবেক তথ্যমন্ত্রী সাদ আল-আজমি বলেন, এই হামলার বার্তা হলো কোনো দেশই হামলার ঝুঁকির বাইরে নয়। তিনি আরো বলেন, কুয়েতে বরাবরই সুন্নি ও শিয়া গোষ্ঠীর মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান। একই সঙ্গে নিরাপত্তাব্যবস্থায় ভালো। তিনি মনে করেন, বিভেদ সৃষ্টির লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) কুয়েতের শিয়া মসজিদে হামলার কথা স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের দাবিসংবলিত একটি পোস্ট পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে বলা হয়, আত্মঘাতী হামলাকারী আবু সুলায়মান আল-মুওয়াহিদ ‘টেম্বল অব দ্য রিকেজশনালিস্টে’ হামলা চালিয়েছে। জঙ্গি সংগঠনটি শিয়াদের এই নামে অভিহিত করে।
এর আগে গত ২২ মে জুমার সময় সৌদি আরবে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। ওই ঘটনায় অন্তত ২২ জন নিহত হন। আহত হন আরো অনেকে।
সৌদি আরবে এ ধরনের ঘটনা ছিল প্রথম। এর পরের সপ্তাহেও দেশটিতে একটি মসজিদের পাশে হামলা হয়। এরপর আজ কুয়েতে এ ধরনের ঘটনা ঘটল।