ফের আইএসপ্রধান বাগদাদির মৃত্যুর খবর
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতিষ্ঠাতা প্রধান আবু বকর আল বাগদাদি এক বিমান হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে সিরিয়ার রাকা শহরে চালানো এক হামলায় বাগদাদী নিহত হন দাবি করে টেলিভিশন চ্যানেলটি।
তবে অন্য কোনো সংবাদমাধ্যম আইএসের এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। এমনকি আইএসের নিজস্ব সংবাদমাধ্যম আমাকের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগেও বহুবার পশ্চিমা গণমাধ্যমে বাগদাদির মৃত্যুসংবাদ ফলাও করে প্রচার করা হয়েছে। যদিও এর সপক্ষে কেউই এ পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেননি। আর তাই এবারের খবর কতটুকু সত্য তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।