১৭ সেকেন্ডে ৫০ ডিম গলাধকরণ!

অনলাইনে আলোচিত হতে বহুদিন ধরেই একটা উপায় খুঁজছিলেন চীনের এক তরুণ। চিন্তাভাবনার পর উপায় পেয়েও গেলেন। করলেন বাস্তবায়ন। আর তাতে কেল্লা ফতে।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভে এসে মাত্র ১৭ সেকেন্ডে ৫০টির মতো কাঁচা ডিম গলাধকরণ করেন ওই তরুণ। তবে সামাজিক যোগাযোগের কোন মাধ্যমে তিনি লাইভ করেছেন, তা জানা যায়নি।
অদ্ভুত ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে যুক্তরাজ্যের অনলাইন সংবাদমাধ্যম ইউনিল্যাড। এর পর থেকেই ভাইরাল হতে থাকে ভিডিওটি।
ডেইলি মেইলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই তরুণ প্রথমে পাঁচটি গ্লাসে ৫০টির মতো কাঁচা ডিম ভেঙে নেন। পরে গ্লাসগুলো একটি টেবিলে নিজের সামনে সাজিয়ে রাখেন। এর পর লাইভে এসে পানির মতো ঢকঢক করে গিলে ফেলেন ডিমগুলো। তবে অবাক করা বিষয় হলো, এ ক্ষেত্রে তিনি সময় নিয়েছেন মাত্র ১৭ সেকেন্ড!
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অদ্ভুত এই কাণ্ডের ভিডিওটি চীনে অবিশ্বাস্যভাবে জনপ্রিয় হচ্ছে। বিখ্যাত হওয়ার জন্য এটিকে ‘পাগলের কাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন অনেকে।
এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে ৬০ লাখ বার। ভিডিও দেখার হার বাড়ার সঙ্গে সঙ্গে ওই তরুণের ফলোয়ারও বাড়ছে।