হানিপ্রীতের সঙ্গে কথা বলতে ব্যাকুল রাম রহিম

ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিং তাঁর কথিম পালিত কন্যা হানিপ্রীত ইনসানের সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন।
রাম রহিম বর্তমানে হরিয়ানা রাজ্যের রোহতক জেলার সুনারিয়া কারাগারে বন্দি আছেন। কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, হানিপ্রীতের সঙ্গে কথা বলতে কারা কর্তৃপক্ষকে দুটি ফোন নম্বর দিয়েছেন রাম রহিম। নম্বর দুটি যাচাইয়ের জন্য পুলিশের কাছে দেওয়া হয়েছে।
এদিকে, ২৫ আগস্ট রাম রহিমে সাজা ঘোষণার পর থেকেই পলাতক রয়েছেন হানিপ্রীত। তাঁকে হরিয়ানার মোস্ট ওয়ান্টেড তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন অভিযোগ এনে হানিপ্রীতকে গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ। তাই হানিপ্রীত নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত রাম রহিমের সঙ্গে দেখা করতে পারবেন না বলে জানিয়েছেন হরিয়ানা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা কে পি সিং।
২০১১ সালে প্রথম আলোচনায় আসেন হানিপ্রীত ইনসান। সে সময় তাঁর স্বামী পাঞ্জাব ও হরিয়ানার আদালতে অভিযোগ করেন, রাম রহিম তাঁর স্ত্রীকে যৌন নির্যাতন করছেন। এ কারণে হানিপ্রীত তাঁকে ডিভোর্স দিয়েছেন। তবে এ ঘটনার পর রাম রহিমের ভয়ে ডেরা ত্যাগ করেন হানিপ্রীতের স্বামী। এর পর থেকেই বাবা রাম রহিমের ঘনিষ্ঠ হয়ে ওঠেন হানিপ্রীত।
১৯৯৯ সালে দুই নারীভক্তকে ধর্ষণের দায়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর বিশেষ আদালত (সিবিআই) গত ২৫ আগস্ট রাম রহিমকে দোষী সাব্যস্ত করেন। তাঁকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর পর থেকে তিনি হরিয়ানার রোহতকের সোনারিয়া কারাগারে আছেন।