জেলে করছেন সবজি চাষের কাজ, রাম রহিমের মজুরি ২০ রুপি

ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিং কারাগারে সবজি চাষের কাজ করছেন। তাঁর এই শ্রমের জন্য প্রতিদিন ২০ রুপি মজুরি ধার্য করেছে কারা কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
রাম রহিম বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাক জেলার সুনারিয়া কারাগারে বন্দি আছেন। সেখানে তাঁকে ‘কয়েদি নম্বর ১৯৯৭’ পরিচয় দেওয়া হয়েছে।
ধর্ষক রাম রহিমের সশ্রম কারাদণ্ডের বিষয়ে হরিয়ানা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা কে পি সিং বলেন, রাম রহিম এখন কারাগারের সীমানার ভেতরে সবজি চাষ করছেন। সেখানে তিনি যা চাষ করবেন তা কারাগারের খাবারে যোগ হবে।
কে পি সিং আরো বলেন, রাম রহিমকে অদক্ষ শ্রমিকদের আওতায় ফেলা হয়েছে। প্রতিদিন তাঁকে ২০ রুপি করে মজুরি দেওয়া হচ্ছে। এই অর্থ ব্যবহার করে তিনি কারাগারের ক্যান্টিন থেকে খাবার কিনে খেতে পারেন। এ ছাড়া তাঁর সমশ্রেণির কয়েদিদের প্রতি মাসে পাঁচ হাজার রুপি আলাদা করে দেওয়া হয়।
এদিকে রাম রহিম কারাগারে ভিভিআইপি মর্যাদায় আছেন এমন খবর উড়িয়ে দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, রাম রহিম আর দশজন কয়েদীর মতোই কারাগারের খাবার খাচ্ছেন এবং দিনাতিপাত করছেন।
১৯৯৯ সালে দুই নারীভক্তকে ধর্ষণের দায়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর বিশেষ আদালত (সিবিআই) গত ২৫ আগস্ট রাম রহিমকে দোষী সাব্যস্ত করেন। তাঁকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর পর থেকে তিনি হরিয়ানার রোহতকের সোনারিয়া কারাগারে আছেন।