অভিনেতা কমল হাসানের সঙ্গে বসছেন কেজরিওয়াল

ভারতের তামিলনাড়ু রাজ্যের আলোচিত অভিনেতা কমল হাসানের সঙ্গে বৈঠক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আজ বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে দুজনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিখ্যাত এই অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই এএপির একজন সদস্য এনডিটিভিকে জানান, কমল হাসানের সঙ্গে রাজনৈতিক আলোচনা হবে কেজরিওয়ালের।
সক্রিয় না হলেও কমল হাসান দীর্ঘদিন ধরে রাজনৈতিক বক্তব্য দিয়ে আসছেন। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে মাঝেমধ্যেই দুর্নীতির অভিযোগ তুলেছেন।
চলতি বছরের মে মাসে কেরালায় ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) নেতৃত্বাধীন সরকারের বর্ষপূতিতে ‘সুশাসনের’ জন্য তাদের অভিনন্দন জানিয়েছিলেন কমল হাসান। এর পর গত মাসে তামিলনাড়ুর অন্যতম প্রভাবশালী দল ডিএমকের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর পর থেকেই তাঁর রাজনীতিতে আসার গুঞ্জন আরো বেড়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে এএপির এক সদস্য এনডিটিভিকে জানান, তামিলনাড়ু সফরকালে কমল হাসানের সঙ্গে বৈঠকের পাশাপাশি চেন্নাইয়ে রাজ্য সরকার পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যাবেন কেজরিওয়াল।
কমল হাসান তামিলনাড়ুতে ক্ষমতাসীন এআইডিএমকের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে আসছিলেন। তাঁকে সমর্থন দিচ্ছে বিরোধী দল ডিএমকে।