রয়েল বেঙ্গলের হামলায় সাদা বাঘের মৃত্যু

ভারতে একদল রয়েল বেঙ্গল টাইগারের হামলায় একটি বিরল প্রজাতির সাদা বাঘের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো একটি সাদা বাঘ।
গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত রোববার ভারতের বেঙ্গালুরু শহরের ‘বানেরঘাটা বায়োলজিক্যাল’ পার্কে এ ঘটনা ঘটে। সেদিন পার্কে বাঘদের বসবাসের স্থানের একটি দরজা বন্ধ করতে ভুলে যান পার্কের এক কর্মী। ওই দরজা দিয়ে অমর ও শ্রেয়াস নামের দুটি সাদা বাঘ কয়েকটি রয়েল বেঙ্গল টাইগারের কাছাকাছি চলে যায়। সে সময় ওই দুটি সাদা বাঘের ওপর হামলা চালায় তারা। অমর রয়েল বেঙ্গল টাইগারের হামলায় আহত হয়ে পালাতে সক্ষম হলেও মারাত্মক আহত হয় নয় বছর বয়সী শ্রেয়াস।
আহত অবস্থায় শ্রেয়াসকে চিকিৎসার জন্য নিয়ে যায় পার্ক কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত গত বুধবার রাতে লড়াইয়ের আঘাত থেকেই মৃত্যু হয় তার। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন বন সংরক্ষণ অধিদপ্তরের প্রধান সি জয়রাম।
জয়রাম জানান, এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। এর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।
এদিকে হামলাকারী রয়েল বেঙ্গল টাইগারগুলো সুস্থ আছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।