প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীর এ কেমন প্রতিশোধ?

ভারতের কেরালা রাজ্যের কাট্টিপুরাম শহরের বাসিন্দা ইরশাদ (২৬)। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ৩০ বছর বয়সী এক তরুণীর। কিন্তু কিছুদিন আগে ওই প্রেমিকাকে বাদ দিয়ে পরিবারের পছন্দে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায় ইরশাদের। আর এতে বেজায় চটে যান তাঁর প্রেমিকা। তিনি দাওয়াত দিয়ে ইরশাদকে নিয়ে যান একটি রেস্ট হাউসে। সেখানে ছুরি দিয়ে কেটে ফেলেন প্রেমিকের যৌনাঙ্গ।
স্থানীয় সময় মঙ্গলবার লোমহর্ষক এ ঘটনাটি ঘটে।
কেরালাভিত্তিক সংবাদমাধ্যম কাট্টিপুরাম নিউজ জানায়, বিয়ের আগে ‘শেষবারের মতো’ দেখা করতে ইরশাদকে একটি রেস্ট হাউসে ডাকেন ওই তরুণী। এর পর প্রেমিকের ওপর নেন ভয়ংকর প্রতিশোধ।
ঘটনার সময় রেস্ট হাউসের অন্য অতিথিরা ইরশাদের আর্তনাদ শুনতে পান। পরে তাঁরাই এই যুবককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, ইরশাদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সেই প্রেমিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।