পাঞ্জাবে নিজ বাসায় মিলল মাসহ সাংবাদিকের লাশ

ভারতের পাঞ্জাবের একটি বাসা থেকে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক বার্তা সম্পাদক কে জে সিং ও তাঁর ৯২ বছর বয়সী মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাঁদের দুজনকে হত্যা করা হয়েছে।
শুধু ইন্ডিয়ান এক্সপ্রেসই নয়, নিহত জে কে সিং দ্য ট্রিবিউন এবং টাইমস অব ইন্ডিয়া চণ্ডিগড়ের বার্তা সম্পাদক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবের মোহালির নিজ বাসা থেকে মাসহ এই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়। কে জে সিংয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে ধারণা করা হচ্ছে, তাঁর মাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মোহালির উপপুলিশ সুপার আলম বিজয় সিং বলেন, তাঁদের দুজনের গলাতেই আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনার তদন্ত করতে বিশেষ তদন্ত দল গঠন করেছে পাঞ্জাব পুলিশ। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই তদন্তদলের সদস্যরা আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে কে জে সিংয়ের মৃত্যুর ঘটনায় পাঞ্জাব, হরিয়ানা এবং গোটা চণ্ডিগড়ের সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন সবাই।