স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলেছিলাম : তামিলনাড়ুর মন্ত্রী

ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার মৃত্যুর নয় মাস পর তাঁর স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কথা স্বীকার করেছেন রাজ্যের বনমন্ত্রী ডিন্ডিগুল সি শ্রীনিবাসন।
তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইডিএমকের সাম্প্রতিক এক বৈঠকে ডিন্ডিগুল এই মন্তব্য করেন।
সাবেক মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে মিথ্যাচারের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন রাজ্যের বনমন্ত্রী। তাঁর এই বক্তব্যে এআইডিএমকেতে ভিকে শশীকলা নটরাজনের ক্ষমতার কেন্দ্রে আসার তৎপরতার বিষয়টি সামনে এসেছে।
গত বছরের ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পর দলের দায়িত্ব নেন শশীকলা। এর বহু সময় পর সাবেক মুখ্যমন্ত্রীর মৃত্যুর তথ্য নিয়ে শ্রীনিবাসন বলেন, ‘হাসপাতালে থাকার সময় আমরা কেউই জয়ললিতাকে দেখিনি…আমাদের মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল।’
‘আমাদের মিথ্যা বলতে হতো যে তিনি (জয়ললিতা) ইদলি (চালের পিঠা) খেয়েছেন এবং এর পর তাঁর সঙ্গে দেখা করতে যেত লোকজন। সত্যটা হলো, কেউই তাঁকে দেখেনি।’
জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর পদে আসীন হতে প্রস্তুত ছিলেন শশীকলা। তবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সুপ্রিম কোর্টের রায়ে তাঁকে যেতে হয় বেঙ্গালুরু কারাগারে।
কারাবন্দি হওয়ার আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ও পন্নিরসিলভামকে মুখ্যমন্ত্রীর গদি থেকে সরিয়ে দিতে ভূমিকা রাখেন শশীকলা। এর পর তিনি ই পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী নিয়োগ করেন। এমনকি ভাতিজা টিটিভি ধীনকরণকে তাঁর পরিবর্তে দলের নেতৃত্ব দেওয়ার জন্যও ঠিক করেন তিনি।
তবে শশীকলার এই খবরদারিকে চ্যালেঞ্জ করেন ওপিএস হিসেবে পরিচিত ও পন্নিরসিলভাম। তিনি জয়ললিতার অসুস্থতা ও মৃত্যু নিয়ে প্রথমবারের মতো প্রশ্ন তোলেন। সাবেক মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিয়ে সর্বশেষ যে বক্তব্যটি শ্রীনিবাসন দিলেন, সেই দাবিটি এর আগেই করেছিলেন ওপিএসসহ অন্য নেতারা।