দরিদ্রদের বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছেন নরেন্দ্র মোদি

দরিদ্র জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার জন্য আজ সোমবার সন্ধ্যায় ‘সৌভাগ্য স্কিম’ নামের একটি প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি।
এই প্রকল্পের আওতায় দরিদ্র জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ১৬ হাজার ৩২০ কোটি টাকা।
নরেন্দ্র মোদি বলেছেন, বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে কোনো দরিদ্র মানুষকে কোনো পয়সা খরচ করতে হবে না।
মোদি বলেন, ‘নতুন ভারতে শুধুমাত্র প্রতিটি গ্রামে বিদ্যুৎ থাকবে না, প্রতিটি ঘরে বিদ্যুৎ থাকবে। গরিবদের জন্য যাতে বোঝা হয়ে না দাঁড়ায় এ জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আগে বিদ্যুৎ পেতে গরিব মানুষকে ঘোরাঘুরি করতে হতো। কিন্তু এখন বিদ্যুৎ দেওয়ার জন্য সরকারই তাঁদের বাড়িতে যাবে।’
ভারতে এখন পর্যন্ত প্রায় চার কোটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। অষ্টাদশ শতাব্দীতেও ২৫ ভাগ মানুষ ক্ষমতা ছাড়া বসবাস করেছে। এই স্কিম তাদের মতো পরিবারের ভাগ্য পরিবর্তন করে দেবে বলে উল্লেখ করেছে মোদি। এ সময় ‘সৌভাগ্য স্কিমকে’ ভালো ভাগ্য হিসেবে বর্ণনা করেন মোদি।
ভারত সরকার ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে।