রাস্তায় কুকুরের মাথা, মাংস বিরিয়ানিতে!

রাস্তায় মিলছে কুকুরের কাটা মাথা, নেই শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ। এগুলোর মাংস সোজা চলে যাচ্ছে বিভিন্ন রেস্তোরাঁয়। সস্তা দামে বিক্রি হচ্ছে সেই মাংসের বিরিয়ানি। আর দেদার কিনে খাচ্ছে বিভিন্নজন।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ শহরে এমনটাই ঘটছে বলে জানিয়েছে দেশটির পশু কল্যাণ বোর্ড। এ বিষয়ে সতর্ক করা হয়েছে আওরঙ্গবাদের পৌর করপোরেশনকে (এএমসি)।
সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, পশু কল্যাণ বোর্ডের কর্মকর্তা মেহার মাথারানি এএমসির ডগ স্কোয়াডের সঙ্গে দেখা করে বিষয়টি আমলে নিয়ে তদন্তের আহ্বান জানান।
মেহার অভিযোগ করেন, আওরঙ্গবাদের রাস্তায় কুকুরের কাটা মাথা পড়ে থাকতে দেখেছেন তিনি। অনেক কুকুরের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ছিল না। কিছু কিছু রেস্তোরাঁ অনেক সস্তা দামে বিরিয়ানি বিক্রি করছে। রেস্তোরাঁগুলো কুকুরের মাংস বিরিয়ানিতে দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
এ সময় মেহার এএমসিকে আওরঙ্গবাদের কুকুরের জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে বলেন। এর ফলে রেস্তোরাঁগুলোর এ ধরনের কাজ বন্ধ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই বছর ধরে আওরঙ্গবাদ শহরে কুকুরের জন্মনিয়ন্ত্রণ প্রক্রিয়া বন্ধ ছিল। এতে শহরটিতে কুকুরের সংখ্যা বেড়ে যায়।