ভারতে ২৩ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তরুণীর

ভারতের দিল্লি শহরে ২৩ ব্যক্তির বিরুদ্ধে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত ২৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। পরের দিন ওই তরুণী থানায় একটি এফআইআর দায়ের করেন।
দ্য হিন্দুস্তান টাইমসের গতকাল বৃহস্পতিবারের খবরে বলা হয়, ২৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ২৮ বছর বয়সী ওই তরুণী জয়পুরের একটি সড়কে পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় একটি গাড়িতে করে দুই ব্যক্তি ওই স্থানে পৌঁছায়। তার পর ওই তরুণীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তারা।
এর পরের ঘটনার বর্ণনা দিয়ে তরুণী বলেন, ‘তারা আমাকে গাড়িতে করে কয়েকটি খনির কাছে নিয়ে যায়। এর পর কয়েক ঘণ্টা ধরে আমাকে গাড়ির ভেতরে ধর্ষণ করে।’
তরুণী আরো জানান, ধর্ষণের পর ওই দুই ব্যক্তি আরো ছয়জনকে ডেকে নিয়ে আসে। তারাও একে একে ধর্ষণ করে তাঁকে। নির্যাতন এখানেই শেষ হয় না। এর পর তাঁকে একটি সরকারি বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এভাবে মোট ২৩ জন বিভিন্ন পর্যায়ে তাঁকে ধর্ষণ করে।
ধর্ষণের পরে ওই তরুণীকে বিকেল ৪টার দিকে অপহরণের স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাঁর সেই অভিযোগের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর থানায় অপহরণকারী দুই ব্যক্তিসহ ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।