ভারতে জাতীয় সংগীতের সময় না দাঁড়ানোয় ‘পাকিস্তানি’ বলে উপহাস

ভারতের একটি সিনেমা হল। সিনেমা শুরুর আগে যথারীতি বাজানো হয়েছে জাতীয় সংগীত। সম্মান দেখিয়ে উঠে দাঁড়িয়েছে সবাই। দাঁড়াতে পারেননি কেবল একজন—আরমান আলি। অথচ সামনের সারিতেই ছিলেন তিনি।
আর দশজনের মতোই দাঁড়িয়ে সম্মান জানাতে চাইলেও বাদ সাধে তাঁর পা। কারণ, শারীরিকভাবে প্রতিবন্ধী তিনি। অথচ এ কারণেই তাঁকে শুনতে হলো উপহাসের বুলি।
স্থানীয় সময় গত শুক্রবার ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
ঘটনাটির বর্ণনায় আরমান বলেন, তিনি যখন জাতীয় সংগীতের সময় বসে ছিলেন, তখন পেছন থেকে একজন বলে ওঠে, ‘সামনে একজন পাকিস্তানি বসে আছে।’
আরমান আরো জানান, কথা শোনার পর পেছনে ফিরে দেখলাম, কয়েকজন আমার দিকে বিদ্রূপের চোখে তাকিয়ে আছে। কাউকে পাকিস্তানি বলে ডাকার আগে তারা একবার জানার চেষ্টা করল না, এই ‘পাকিস্তানি’ দাঁড়াতে পারে কি না। হয়তো এ ধরনের মন্তব্যের মাধ্যমে তারা দেশের প্রতি তাদের কর্তব্য পালন করেছে।
আরমান বর্তমানে ‘শিশু সাথী’ নামে একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানে পরিচালক পদে কাজ করছেন। তিনি বলেন, ‘আমাদের সমাজের অবস্থা এখন এমনই হয়েছে। আমি এ বিষয়ে প্রধান বিচারপতিকে লিখব।’
২০১৬ সালের এক আইন আনুযায়ী ভারতের সব সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজাতে হয়।