অসুস্থ সন্তানকে খুন করে নিরুপায় মায়ের আত্মহত্যা!

ডেঙ্গুতে আক্রান্ত ছয় মাসের সন্তান। অবস্থা খারাপ দেখে মা-বাবা তাকে নিয়ে যান একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সোজা কথা- আগে জোগাড় করতে হবে পাঁচ হাজার রুপি। তারপর শুরু হবে চিকিৎসা। এদিকে এতো টাকা নেই ওই দম্পতির কাছে। শেষেমেশ সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করলেন মা।
স্থানীয় সময় সোমবার রাতে ভারতের তামিলনাড়ু রাজ্যের নামাক্কল শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির মায়ের নাম পি আনবুকোদি (৩২)।
বার্তাসংস্থা আইএএনএস জানায়, সন্তানের চিকিৎসার জন্য অর্থের অভাবে এক পর্যায়ে হতাশ হয়ে পড়েন আনবুকোদি। এ পর্যায়ে কোলের সন্তানকে একটি দেয়ালের ওপর ছুড়ে দেন। এতে মৃত্যু হয় ছয় মাসের ওই শিশুর। এর পর আত্মহত্যা করেন তিনি।
মঙ্গলবার সকালে মা ও শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। চলতি বছরে তামিলনাড়ুতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে।