মারুতি সুজুকির কারখানায় চিতার হানা!

বন্যরা বনেই সুন্দর। সেই বনের পশুরা যদি লোকালয়ে ঢুকে পড়ে, তাহলে বিপদ। এ রকম একটি ঘটনাই ঘটেছে ভারতের দিল্লিতে। দেশটির সবচেয়ে বড় গাড়ির কারখানা মারুতি সুজুকিতে ঢুকে পড়েছে একটি চিতাবাঘ। গাড়ির কারখানাটি হরিয়ানার গুরুগ্রামে মানেসার এলাকায়।
ভারতের এনডিটিভির খবরে বলা হচ্ছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চিতা বাঘটিকে কারখানার ইঞ্জিন বিভাগে ঘুরতে দেখেন কারখানার একজন নিরাপত্তাকর্মী। সেই সময় শুধুমাত্র নিরাপত্তাকর্মী ও পরিবহন বিভাগের কর্মীরাই কারখানায় ছিলেন। কারখানার সিসিটিভি ক্যামেরায় দেখা যায় চিতাবাঘটিকে।
পুলিশ জানিয়েছে, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা কারখানা এলাকাটি ঘেরাও করে রেখেছেন। চিতাবাঘটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
এদিকে কারখানাটিতে সকাল ৭ টা থেকেই শুরু হয় প্রথম শিফট। নিরাপত্তার জন্য কর্মকর্তা-কর্মচারীদের কারখানায় বাইরে অবস্থান করতে বলেছে পুলিশ। এ ছাড়া কারখানার নিরাপত্তাকর্মীদেরও নিরাপদ দূরত্বে থাকতে বলেছে পুলিশ।
এর আগে এপ্রিলে কারখানাটির ৩০ কিলোমিটার দূরে গুরুগ্রামে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। সেই বার পাঁচজন আহত হয়েছিল চিতাবাঘটির হামলায়।