উত্তর প্রদেশে স্বামী, সন্তানের সামনে নারীকে গণধর্ষণের অভিযোগ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগরে স্বামী ও তিন মাস বয়সী শিশুসন্তানের সামনেই ৩০ বছর বয়সী এক নারীকে চারজন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, ওই নারী ও তাঁর স্বামী (৩৫) শিশুসন্তানকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে গাড়িতে আসা সশস্ত্র চারজন লোক তাদের পথরোধ করে। একপর্যায়ে তারা ওই নারীর কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে তাঁর স্বামীকে মারধর করতে থাকে। এর পর তারা ওই নারীকে পার্শ্ববর্তী একটি আখক্ষেতে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, চারজন স্বামীকে বেঁধে ওই নারীকে ধর্ষণ করতে থাকে। তারা শিশুটিকে হত্যার হুমকি দিতে থাকে। পরে ধর্ষণ শেষে বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মুজাফফরনগরের ওই নারী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘চারজন লোক আমাকে আখক্ষেতে টেনে নিয়ে বন্দুক তাক করে ধর্ষণ করে। তারা আমার সন্তানকে হত্যার হুমকি দেয়, আমার স্বামীকে বেঁধে পেটায়।’
উত্তর প্রদেশ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, ঘটনার পর ওই দম্পতির চিৎকারে পাশের এক গ্রামের কৃষকরা এসে তাদের উদ্ধার করে। এর পর বিষয়টি পুলিশকে জানানো হলে চিকিৎসার জন্য পরিবারটিকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর থেকে সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।
মুজাফফরনগরের পুলিশ সুপার (এসপি-পল্লী অঞ্চল) অজয় সাহদেব বলেন, ‘আমরা মেডিকেল রিপোর্টের অপেক্ষায় আছি। চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।’