খাঁচায় খাবার দিতে গিয়ে বাঘের হাতে মৃত্যু

মাত্র এক সপ্তাহ আগে চিড়িয়াখানায় যোগ দিয়েছিলেন আনজি (৪০)। খাবার দিতে বাঘের খাঁচায় প্রবেশ করেন তিনি। খেয়াল করেননি খাঁচার অন্য পাশের দরজাটা খোলা। সেখানে ছিল দুটি বাঘের বাচ্চা। আর এরপরই ঘটে অঘটন।
দুই বাঘের বাচ্চার হামলায় প্রাণ গেছে ওই কর্মীর। গত শনিবার ভারতের বেঙ্গালুরুর এক বেন্নারঘাট্টা বায়োলজিক্যাল জাতীয় পার্কে এই ঘটনা ঘটে।
এনডিটিভির বাঘের বাচ্চা দুটি বিরল প্রজাতির সাদা রঙের। এশিয়ার দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসব বাঘ পাওয়া যায়।
শনিবার ভোর ৬টার দিকে ওই কর্মী বাঘদের মাংস খাওয়াতে খাঁচার ভেতরে ঢুকে। কিন্তু অপর পাশে আরেকটি খাঁচা খোলা ছিল। যা তিনি খেয়াল করেননি। বাঘের বাচ্চাগুলো ওই খাঁচায় বিশ্রাম নিচ্ছিল।
আনজির মৃত্যুর কথা জানান বায়োলজিক্যাল জাতীয় পার্কের নির্বাহী পরিচালক সন্তোষ কুমার।
নিহতের স্বজন ওই চিড়িয়াখানায় নিরাপত্তার অবহেলার অভিযোগ তুলে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। এই ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত শুরু করছে পুলিশ।
দুই বছর আগেও একই চিড়িয়াখানায় এক কর্মী সিংহের আক্রমণের শিকার হয়ে মারাত্মক আহত হন।