দিল্লিতে খুঁটিতে বেঁধে নাইজেরীয়কে বেধড়ক মারধর

রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে একজন কৃষ্ণাঙ্গ। তাঁর দেশ নাইজেরিয়া। তাঁকে রাস্তায় ফেলে বেধড়কভাবে লাঠিপেটা শুরু করে কয়েকজন ব্যক্তি। বেশ কিছুক্ষণ ধরে চলে নির্মম প্রহার। এর পর তাঁকে দেওয়া হয় পুলিশে।
ভারতের দিল্লি শহরের মালবিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ভোরে মালবিয়া নগর এলাকায় একটি বাড়িতে ওই নাইজেরিয়ান ব্যক্তি ডাকাতি করতে ঢোকে বলে অভিযোগ আনা হয়। ওই এলাকায় নাইজেরিয়ার বহু ছাত্র থাকেন।
কৃষ্ণ কুমার নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ওই নাইজেরীয় তাঁর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢোকে। ভোরের দিকে আলমারি খোলার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় তাঁর। এর পরই ওই বিদেশিকে ধরা হয়।
সেদিনের ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয় সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। সেখানে দেখা যায়, মার খাওয়ার সময় ওই নাইজেরীয় বারবার ক্ষমা চাচ্ছিলেন। এ ছাড়া আর্তনাদ করে বারবার মার বন্ধ করতে বলছিলেন। কিন্তু মার বন্ধের বদলে একজন বলেন, ‘লাল মরিচ আন… আরো জোরে মারো।’
এদিকে, ডাকাতির অভিযোগের জেরে ওই নাইজেরীয়কে গ্রেপ্তার করা হয়। তাঁকে মারধর করা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। তবে এখন পর্যন্ত তাঁদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।