কেরালায় গির্জায় শিশু ধর্ষণের অভিযোগ, যাজক গ্রেপ্তার

ভারতের কেরালা রাজ্যের রাজধানী থিরুভানান্থাপুরামে একটি গির্জায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক যাজককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার দেবরাজ নামের ওই যাজককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, রোববার সকালে ওই শিশু বাইবেল পড়তে গির্জায় যায়। পড়া শেষে শিশুটির বাবা যখন তাকে নিতে আসে, তখন তিনি দেখেন, ধর্মযাজক দেবরাজ তাঁর মেয়ের ওপর যৌন নির্যাতন করছে। এ ঘটনা দেখে শিশুটির বাবা তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। পরের দিন সোমবার পুলিশ ওই যাজককে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, যৌন নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশুদের যৌন নিপীড়ন প্রতিরোধ (পিওসিএসও) আইনের ৩৭৬ ধারায় (ধর্ষণ) একটি মামলা করা হয়েছে।
যাজক দেবরাজ এক বছর ধরে ওই গির্জায় দায়িত্বরত ছিল। গ্রেপ্তারের পর তাকে ১৪ দিনের জন্য বিচারিক হাজতে নেওয়া হয়েছে।