‘সুন্দরী ভূতের’ ভয়ে গ্রামছাড়া পুরুষরা

ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলার কাসিগুড়া গ্রামে অদ্ভুত নীরবতা বিরাজ করছে। গ্রামের সব জায়গায় ‘সুন্দরী ভূত’ ঘুরে বেড়াচ্ছে এবং এর লক্ষ্য কেবল পুরুষরা। এ কারণে গ্রাম থেকে সব পুরুষই নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে দেখা গেছে, কাসিগুড়া গ্রামে এখন কেবল নারীরা অবস্থান করছেন।
গ্রামটিতে ৬০ পরিবারের বসবাস। তারা মূলত পাথর কেটে ও ভেঙে জীবিকা নির্বাহ করে। গ্রামটি এখন প্রায় জনশূন্য। সবাই নিরাপদ স্থানে চলে গেছে। বেশির ভাগ বাড়িতে তালা মারা এবং ‘ভূত’ না তাড়ানো পর্যন্ত কেউ ফেরার সাহস করছে না। সবুজ ছোট্ট গ্রামটি ভুতুড়ে স্থানে পরিণত হয়েছে।
যারা কাসিগুড়ায় অবস্থান করছে, যদিও সংখ্যাটা খুব কম, সন্ধ্যা হলেই তারা ঘুমাতে যায় এবং সূর্য না ওঠা পর্যন্ত বের হয় না।
তেলেঙ্গানার নানা গ্রামে ভূতের ভয় নতুন না হলেও এই প্রথম কাসিগুড়ার বেশির ভাগ মানুষ ‘সুন্দরী ভূতের’ ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে।