বন্ধুর বাড়ির ফ্রিজে মিলল তিন টুকরো লাশ

ভারতের রাজধানী নয়াদিল্লির মেহরৌলিতে বন্ধুর বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের তিন টুকরো করা লাশ।
নিহত যুবকের নাম বিপিন যোশী। তিনি ভারতের উত্তরাখণ্ডের বাসিন্দ। যে বন্ধুর ফ্ল্যাটের ফ্রিজ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয় তাঁর নাম বাদল মণ্ডল। তিনি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাসিন্দা।
বিপিন ও বাদল দুজনেই দক্ষিণ দিল্লিতে বার টেন্ডার বা পানশালায় কর্মী হিসেবে কাজ করেন।
জানা গেছে, গত ১০ অক্টোবর রহস্যজনকভাবে নিখোঁজ হন বিপিন যোশী। ১২ অক্টোবর তাঁর খোঁজে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়।
গতকাল শনিবার বিকেলে ভাইয়ের খোঁজে তার বন্ধু বাদল মন্ডলের দিল্লির সাইদুলাবাজের ফ্ল্যাটে যান বিপিনের ছোট ভাই। সেই সময় বাদলের ফ্ল্যাটটি তালাবন্ধ ছিল। কিন্তু সেটির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ আসছিল।
সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান বিপিনের ভাই। এরপর পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্রিজ থেকে বিপিন যোশীর তিন টুকরা করা লাশ উদ্ধার করে। এ সময় ফ্রিজের অর্ধেক দরজা খোলা অবস্থায় ছিল। মেঝেতে ছিল ছোপ ছোপ রক্তের দাগ। একটি কালো প্ল্যাস্টিকের মধ্যে মুড়িয়ে রাখা ছিল বিপিনের দেহের টুকরোগুলো। ঘটনাস্থল থেকে একটি মাংস কাটার ধারালো ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, তদন্তে দেখা যায় বিপিন ও বাদল দুজনেই গত ১০ অক্টোবর থেকে আর কাজে যায়নি। বাদলের বাড়ির কাছেই দুজনকে শেষবার দেখা গিয়েছিল।
এর আগে ওই ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করতেন বাদল মণ্ডল। তবে কিছুদিন আগে স্ত্রী ও সন্তানদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাড়িতে পাঠিয়ে দেন তিনি।
দিল্লি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাউথ) চিন্ময় বিসওয়াল জানান, বিপিন যোশিকে বাদল মণ্ডল খুন করেছেন বলেই মনে হচ্ছে। ফলে পুলিশের মূল সন্দেহের তালিকায় রয়েছেন বাদল। ঘটনাটির বিস্তারিত তদন্ত করতে পুলিশের একটি দল পুরুলিয়ায় গেছে বলেও জানান তিনি। নিখোঁজ বাদল মণ্ডলকে পাওয়া গেলে অনেক রহস্য পরিষ্কার হবে বলেও মন্তব্য করেন তিনি।