ভারতে মন্ত্রীর গাড়িবহরে চাপাপড়ে শিশু নিহত

ভারতের উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের গাড়িবহরের নিচে চাপাপড়ে শিবা গোস্বামী (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার রাতে উত্তরপ্রদেশ রাজ্যের গোন্ডায় এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং গাফিলতির অভিযোগে শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে । অভিযোগ রয়েছে, শিশুটিকে চাপা দেওয়ার পর একবারের জন্যও গাড়ির বহরটি থামাননি মন্ত্রী।
জানা যায়, ওই শিশুর মৃতদেহ পুলিশ ঘটনাস্থল থেকে তুলে আনতে গেলে বাধা দেয় গ্রামবাসী। উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ করে। দোকানপাট বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
এদিকে, এই ঘটনায় মন্ত্রী ওমপ্রকাশ রাজভর জানিয়েছেন, দুর্ঘটনাটির তিনি কিছুই বুঝতে পারেননি। যখন তিনি বিষয়টি জানতে পারেন, তখন তিনি দুর্ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে চলে এসেছেন। যার ফলে আর ঘটনাস্থলে ফিরে যেতে পারেননি।
এই ঘটনায় শিশুটির পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে তিনি ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন।
অন্যদিকে, শনিবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের আর এক মন্ত্রী জয় কুমার সিংহ এক কৃষকের জমির ওপর দিয়ে গাড়িবহর চালিয়ে ফসলের ক্ষতি করে দেন। সেই ঘটনায় ওই কৃষককে চার হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়া হয়।