ভারতে সরকারি হাসপাতালে একদিনে ৯ শিশুর মৃত্যু

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের একটি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় নয়টি শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এসব নবজাতকের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত নবজাতকদের মধ্যে পাঁচটি ছিল গুজরাতের লুনাওয়াড়া, সুরেন্দ্রনগর, গান্ধীনগরের মানসা, ভিরামগাম এবং সবরকণ্ঠ জেলার হিম্মতনগর থেকে আসা। ওই সব এলাকার হাসপাতাল থেকে এসব শিশুকে আহমেদাবাদের সরকারি হাসপাতালে রেফার করা হয়েছিল। বাকি চারটি শিশুর জন্ম হয়েছিল ওই হাসপাতালেই। এ ঘটনার জেরে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট এম এম প্রভাকর জানান, ওই নয়টি নবজাতকেরই ওজন কম ছিল। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।
মৃত শিশুদের স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে ওই সময় পর্যাপ্ত চিকিৎসক না থাকায় শিশুদের মৃত্যু হয়েছে।
গুজরাত কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গেহলেট এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, উত্তরপ্রদেশের পর বিজেপি শাসিত দ্বিতীয় রাজ্য গুজরাটে এভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটল। এ ঘটনার গুজরাটের ওই সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।