জোড়া মাথার অস্ত্রোপচারের ৪ দিন পর চোখ খুলল শিশু

ভারতের রাজধানী দিল্লিতে অস্ত্রোপচার করে জোড়া মাথা আলাদা করার চার দিন পর দুই ছেলেশিশুর একজন চোখ খুলেছে বলে জানিয়েছেন এক চিকিৎসক।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে শিশুদের অস্ত্রোপচার কখন হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
জগা নামে দুই বছর বয়সী শিশুটি কথাবার্তাও বুঝতে পারছে। সে তার অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারছে।
জগাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। কিডনির সমস্যার কারণে তাকে প্রতিদিনই ডায়ালাইসিস করাতে হবে।
জগার ভাই কালিয়ার জ্ঞান এখনো ফেরেনি। সে অসুস্থতায় ভুগছে।
ওই দুই শিশু একই ধমনী ও মস্তিষ্কের কলা (টিস্যু) নিয়ে জন্মায়। ১৬ ঘণ্টা অস্ত্রোপচারের পর তাদের আলাদা করা হয়।
ভারতের রাজধানী দিল্লির রাষ্ট্রীয় হাসপাতালে এআইআইএমএসে ৩০ জন চিকিৎসকের একটি দল এই অস্ত্রোচার করে। তাঁদের একজন দীপক গুপ্ত বিবিসিকে জানান, ওই শিশুদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থার উন্নতিতে সন্তুষ্ট।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার একটি গ্রামে জন্ম ওই দুই শিশুর। জন্মের পর থেকেই তাদের মাথা জোড়া ছিল, যেটিকে মেডিকেল পরিভাষায় বলা হয় ক্রেনিওপ্যাগাস।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, প্রতি ৩০ লাখ শিশুর মধ্যে একজোড়া ক্রেনিওপ্যাগাসে আক্রান্ত হয়। আক্রান্ত শিশুদের ৫০ শতাংশই জন্মের ২৪ ঘণ্টার মধ্যে মারা যায়।
ওই দুই শিশুর প্রথমটির অস্ত্রোপচার করা হয় চলতি বছরের ২৮ আগস্ট। সেদিন সংযুক্ত ধমনী আলাদা করতে একটি পথ তৈরি করে দেওয়া হয়।