কেরালায় সেতু ভেঙে একজন নিহত, আহত ৫৭

ভারতের কেরালার চাভারা এলাকায় একটি সেতু ভেঙে কমপক্ষে একজন নিহত হন। ছবি : টুইটার থেকে সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি সেতু ভেঙে একজন নিহত ও কমপক্ষে ৫৭ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, কেরালার প্রাচীন সমুদ্রবন্দর কোল্লমের কাছে চাভারা এলাকায় সেতুটি ধসে পড়ার সময় কমপক্ষে ৭০ জন লোক ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে নেওয়ার পর এক নারীর মৃত্যু হয়।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। পাশাপাশি কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।