আত্মজীবনীতে ‘প্রেম’, নওয়াজউদ্দীনের বিরুদ্ধে মামলা

বলিউডের তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন গৌতম গুলাটি নামের দিল্লির একজন আইনজীবী।
নওয়াজউদ্দিনের আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’-এ সহঅভিনেত্রীদের সঙ্গে ‘প্রেমের’ কথা প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
সম্পতি প্রকাশিত আত্মজীবনীতে নওয়াজউদ্দিন তাঁর ‘মিস লাভলি’ ছবির সহঅভিনেত্রী নিহারিকা সিং ও সুনিতা রাজওয়ারের সঙ্গে সম্পর্কের কথা লেখেন। এতে বেজায় চটেছেন গৌতম গুলাটি। এর জের ধরে তিনি নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ভারতের জাতীয় মহিলা কমিশনে মামলা দায়ের করেছেন।
আইনজীবী গৌতম বলেন, ‘এই বিষয়ে ওই দুই সহঅভিনেত্রীর সঙ্গে কোনো কথা হয়নি। তবে আমি ভারতের মহিলা কমিশনে নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪৯৭ ও ৫০৯ ধারায় মামলা করেছি।’
এই আইনজীবী দাবি করেন, নিহারিকার সঙ্গে সম্পর্কের সময় নওয়াজ বিবাহিত ছিলেন। কিন্ত তিনি বিষয়টি তাঁর স্ত্রীর কাছে গোপন রেখেছিলেন। এই ধরনের লেখা নিহারিকার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। শুধু অর্থ ও প্রচার পাওয়ার জন্য একজন নারীর সম্মানের কথা মাথায় না রেখে এ ধরনের লেখা বাজারে বিক্রি করা ঠিক নয়।
নওয়াজের আত্মজীবনী সামনে আসার পরই মুখ খুলেছেন নিহারিকা সিংও। তিনি বলেন, ‘নিজের বইয়ের বিক্রি বাড়াতে নওয়াজ এসব কথা লিখেছেন। আমাদের মধ্যে কিছুদিনের জন্য প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তবে যৌনজীবন নিয়ে নওয়াজ যা লিখেছে সেগুলো পড়লেই হাসি পাচ্ছে। আসলে সত্য বিকৃত করে যে ওপরে উঠতে চাইছে তাঁর জন্য আমার করুণা হয়। নওয়াজ শুধু আমাকে নয়, গোটা নারী জাতিকেই অসম্মান করেছেন।’
আরেক সহঅভিনেত্রী সুনিতা রাজওয়ার তাঁর ফেসবুক লিখেছেন, ‘নওয়াজ সহানুভূতি চাইছেন। এ ধরনের লেখার মাধ্যমে অন্যদের থেকে সহানুভূতি আদায় করে নিতে চাইছেন নওয়াজ। আসলে আমাদের সম্পর্ক নিয়ে নওয়াজ বেশ কিছু বন্ধুর সঙ্গে হাসি ঠাট্টা করত, যা আমার পছন্দ হতো না। যে কারণে আমি নিজেই নওয়াজের সঙ্গে সম্পর্ক ভেঙে দেই।’