ডাক শুনে বেরিয়ে আঙিনায় দেখলেন কুমির!

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশায় আদিবাসীদের প্রত্যন্ত একটি গ্রামে বাস দশরথ মারকামির। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অদ্ভুত একটি আওয়াজ শুনে ঘর থেকে বের হন তিনি। এর পর আঙিনায় চোখ মেলতেই চক্ষু ছানাবড়া হয়ে যায় তাঁর। সেখানে বসে ছিল তিন মিটার (১২ ফুট) লম্বা একটি কুমির।
বিবিসির খবরে বলা হয়, বাড়িতে কুমির দেখার বিষয়টি দ্রুত গ্রামের অন্য বাসিন্দাদের জানান মারকামি। পরে তাঁরা কুমিরটিকে বশে এনে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন।
গ্রামের আতঙ্কিত জনতা শুরুতে কুমিরটিকে হত্যা করতে চেয়েছিল। পরে গ্রামের একজন মোড়ল তাদের এ কাজে বাধা দেন। খবর পেয়ে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন।
কুমিরটি উদ্ধারের পর কোথায় ছাড়া হবে, তা নিয়ে শুরুতে বিতর্ক শুরু হয়েছিল। বন কর্মকর্তারা ওই গ্রামের কাছে সাতিগুরা বাঁধে (যেখান থেকে প্রাণীটি এসেছিল) কুমিরটিকে ছাড়তে চেয়েছিলেন। কিন্তু গ্রামবাসী তাতে বাধা দিয়ে বলে, সেখান থেকে আবার লোকালয়ে প্রবেশ করতে পারে সরীসৃপটি। পরে সেটিকে গ্রাম থেকে ৬০ কিলোমিটার দূরে বালিমেলা বন্যপ্রাণীর অভয়ারণ্যে ছাড়া হয়েছে।