দোকানে টমেটো ১০০ রুপি, অনলাইনে ১

ভারতে টমেটোর দাম আকাশচুম্বী। মৌসুমি এই সবজিটির কেজিপ্রতি দাম ছুঁয়েছে ১০০ রুপি। চড়া দামের কারণে ক্রেতাদের নাভিশ্বাসের মধ্যে কিছুটা হলেও স্বস্তির আশ্বাস দিয়েছে ‘জুগনু’ নামের একটি অনলাইনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। কেজিপ্রতি মাত্র এক রুপিতে টমেটো বিক্রি করছে তারা।
স্থানীয় সময় শুক্রবার শুরু করে এই নামমাত্র মূল্যে টমেটো বিক্রি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এর মধ্যে যত খুশি টমেটোর অর্ডার দিতে পারবেন ক্রেতারা।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সমর শিংলা বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, ‘মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে আমরা টমেটোর সরবরাহ বাড়িয়ে দাম কমিয়ে দিয়েছি, যাতে বাজারে সবজিটির আকাশছোঁয়া মূল্য দেখে ক্রেতারা ভড়কে না যান।’
বছর দুয়েক আগে একই ধরনের পদক্ষেপ নেয় ‘জুগনু’। সে বছর চড়া বাজারের মধ্যে একেবারে নামমাত্র মূল্যে পেঁয়াজ বিক্রি করে তারা।
এ বিষয়ে ‘জুগনু’র কর্মকর্তা অদিতি অরোরা বলেন, বাজারে সাড়া ফেলার জন্য ও ক্রেতাদের মধ্যে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০১৪ সালে দুজন তথ্য-প্রযুক্তির শিক্ষার্থী ‘জুগনু’ অ্যাপলিকেশনটি চালু করেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের পাঞ্জাব রাজ্যের রাজধানী চান্দিগড়ে অবস্থিত।